যদি শুধু দুঃখ দিতেই চেয়েছিলে,
তবে কেন আমায় ভালবেসেছিলে?
আমিতো তোমাকে দুঃখ দিইনি
তবে কেন তুমি সরে গেলে আমাকে একা ফেলে?
যেদিন হলো মোদের দেখা প্রথম;
ভেবেছিণু ব্যর্থ হয়নি জনম
তুমি হবে মোর জীবনসাথী
একসাথে কাটাব দিবস রাতি
সুন্দর করে তুলব জীবন একই সঙ্গে মিলে ||
কত স্মৃতি আজ নয়ণে ভাসছে
কত কথা আজ মনেতে আসছে
এই স্মৃতি নিয়ে এবার কাটাব জীবন
যতদিন না আসে আমার মরণ
তোমার ছবি রাখব এঁকে আমার হৃদয় তলে ||
Advertisements